মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী গায়ক বব ডিলানের আত্মকথা ‘ক্রনিকলস’ তাঁর সংগীতের অ্যালবামের মতোই আলোচিত। ব্যক্তিগত ও পেশাগত জীবনের সংকট-সম্ভাবনা-সময়ের কথা লিখেছেন এতে। খোলা চোখ আর উন্মুক্ত মন দিয়ে সম্ভাবনা, ধোঁয়াশা, রাতের আড্ডা, সাহিত্যিক জাগরণ, ক্ষণিক ভালোবাসা আর অটুট বন্ধুত্বের এক জাদুকরী শহর নিউ ইয়র্ককে দেখা যায় এতে। আন্তরিক পর্যবেক্ষণে মেলে তীক্ষ্ণ ও রূঢ় স্মৃতিময় নিউ অর্লিন্স, উডস্টক, মিনেসোটা আর পশ্চিমের বিভিন্ন প্রান্তের সফরকালীন নানান স্মৃতিকথা। ‘ক্রনিকলস’ বব ডিলানের চিন্তা ও দর্শনের শৈল্পিক জানালা। গল্পকথনের শক্তি ও তীব্র অভিব্যক্তিতে ঠাসা তাঁর এই আত্মময় মর্মস্পর্শী বয়ানলিপি।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet