সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যার অশেষ কৃপায় আমরা Learning School “Job Math” বইটির ২য় সংস্করণ প্রকাশ করতে পেরেছি। বিসিএস,মন্ত্রণালয় ২য,৩য় ও ৪র্থ শ্রেণির সকল সরকারী। চাকুরির পরীক্ষায় সম্পূর্ণ অংশের প্রায় ২০-২৫ভাগ প্রশ্ন গণিতের বিভিন্ন অংশ। এবং মানসিক দক্ষতা অংশ থেকে আসে। গণিতে ভাল করা মানেই যে কোন চাকুরীর পরীক্ষায় ৫০ভাগ এগিয়ে থাকা। কারণ অধিকাংশ প্রার্থী যেখানে গণিতে দূর্বল, সেখানে আপনি এগিয়ে থাকলে স্বাভাবিক ভাবে চাকুরী পাওয়ার সম্ভাবনা আপনার বেশি। কিন্তু দুঃখের বিষয় হলাে, অধিকাংশ চাকুরী প্রার্থীরা গণিতকে। ভয় পায়। আবার এমনও দেখা যায় অনেকের চাকুরীই হচ্ছে না গণিতের কারণে। গণিতকে ভয় পাওয়ার প্রধান কারণ অপ্রয়ােজনীয় তথ্য ভরা বিশাল আকৃতির বই পড়ে গণিতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। Learning School “Job Written Math” বইটি এমনভাবে সাজানাে হয়েছে, যেখানে শুধু চাকুরীর জন্য প্রয়ােজনীয় অংশ রাখা হয়েছে। সবচেয়ে বড়কথা হলাে, অন্য বিষয়গুলাে ঘরে বসে নিজে নিজে শেখা যায় কিন্তু গণিতে ভাল করতে চাইলে কিছু টেকনিক ও কিছু ইউনিক নিয়ম শিখতে হয় যার জন্য। একটি ভালমানের বই অথবা ভাল শিক্ষকের প্রয়ােজন। আশা করি এই বইটি আপনাদেরকে গণিত শেখার ক্ষেত্রে গৃহ শিক্ষকের ন্যায় সাহায্য করবে।
Login Or Registerto submit your questions to seller
No none asked to seller yet